রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নবীগঞ্জের বিদ্যুতস্পৃষ্টে সাবেক কাউন্সিলরের ভাই ও মায়ের মৃত্যু 

হবিগঞ্জ প্রতিনিধি 

নবীগঞ্জের বিদ্যুতস্পৃষ্টে সাবেক কাউন্সিলরের ভাই ও মায়ের মৃত্যু 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌরসভার বাসিন্দা সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের প্রাণেশ দেবের মা অনিমা রানী দেব ও তার ভাই নিপেশ চন্দ্র দেব সোমবার (১৮ নভেম্বর) সকালে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার (১৮ নভেম্বর) পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা রানী দেব বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। 

এসময় মাকে বাঁচাতে গিয়ে নিপেশ চন্দ্র দেব মাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেও মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সদ্য অব্যাহতি প্রাপ্ত পৌর মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতারা ও এলাকার লোকজন। পরে নবীগঞ্জ থানা পুলিশ মৃতদের ছুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন।

টিএইচ